শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

ঈদুল আজহার পবিত্র দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শুভেচ্ছা বার্তা দেন। একইসঙ্গে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

নাহিদ ইসলাম লেখেন, ‘প্রিয় দেশবাসী, পবিত্র ঈদুল আজহার এই দিনে আপনাদের সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এই দিনে আমরা শুধু পশুই কোরবানি করি না, বরং নিজের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মনোভাবকেও ত্যাগ করার শপথ নিই।’

বার্তায় তিনি উল্লেখ করেন, সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক ঈদের দিনে সবার অঙ্গীকার।

নাহিদ ইসলাম স্মরণ করেন জুলাই অভ্যুত্থানকেও। বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপ ফুটে উঠেছিল। সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন – নিজেরা দায়িত্ব নিয়ে কর্তা না হলে পরিবর্তন আসে না, আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব।’

তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আজ ঈদের এই পবিত্রতায় আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও ঘোষণা প্রণয়ন ও কার্যকর করতে হবে।’

শুভেচ্ছা বার্তার শেষভাগে তিনি লেখেন, ‘ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ। ঈদ মোবারক।’ এই বার্তায় নাহিদ ইসলামের পাশাপাশি স্বাক্ষর করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102