শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

পাচারকৃত অর্থ ফেরত আনতে কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

চার দিনের সরকারি সফরে আগামীকাল লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া জোরদার করা

১০ থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থানকালে অধ্যাপক ইউনূস ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ১১ জুন। পরদিন ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং একই দিনে সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এই উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত এটাকে ব্রিটিশ সরকার হয়তো গুরুত্ব দেবে না। কারণ এরই মধ্যে উনি বিতর্কিত হয়ে গেছেন।’ তার মতে, সংস্কারের দীর্ঘ প্রক্রিয়ার চেয়ে নির্বাচনের দিকে বেশি গুরুত্ব দিলেই আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়ত।

তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্য সব সময়ই গণতন্ত্রে বিশ্বাসী। তারা অবশ্যই চাইবে বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। নির্বাচিত সরকার ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়, এটা তারা বিশ্বাস করে।’

অন্যদিকে, রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানজনক পুরস্কার গ্রহণকে গৌরবের বিষয় হিসেবে দেখছেন অনেকে। তবে সফরের কূটনৈতিক ফলাফল কতটা তাৎপর্যপূর্ণ হবে, সে বিষয়ে মতভেদ থেকেই যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102