হীমেল মিত্র অপু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে অফিসার্স ক্লাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা মো:শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের জনদরদী চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রেসক্লাব সভাপতি ও সিংগারডাবড়ী হাট বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এস এ বাবলু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন রিপা আক্তার,রাশেল,নজরুল ইসলাম, জাহেরুল হক ,খোরশেদ আলম সহ অনেকেই।
আলোচনা সভা শেষে সমবায়ে বিশেষ অবদান রাখায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,ইউএনও নূরে তাসনিম এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।