শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

সারাদেশে আজ উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত এই প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নামাজ শেষে তিনি দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এই জামাতে প্রধান উপদেষ্টা ছাড়াও সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন।

দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করেন। সকাল ৭টা ৪২ মিনিটে জামাত শেষ হয়।

এর আগে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে এবং আরও তিনটি জামাত সকাল ৯টা, সকাল ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

ঈদ মানেই আনন্দ, যা ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে সর্বজনীনতার বার্তা দেয়। আর ঈদুল আজহা বিশেষভাবে ত্যাগের মহিমা বহন করে। ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে আত্মশুদ্ধি ও মনের পরিশুদ্ধতা অর্জন করেন।

পবিত্র কোরআনে বর্ণিত আছে, ‘আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা ওই পশুদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আর তোমাদের প্রতিপালক তো এক আল্লাহই, তোমরা তারই অনুগত হও।’ (সুরা হজ: ৩৪)

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102