ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বৃহস্পতিবার (৫ জুন) সকালে একটি সড়ক দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঈদযাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, ভাটিয়ারী ঢাকামুখী লেনে একটি ট্রাকের পেছনে পরপর দুটি গাড়ি ধাক্কা লাগে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এরপর যান চলাচল শুরু হলেও, দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়েছে।
ঢাকাগামী একটি বাসের যাত্রী রোকেয়া বেগম বলেন, ‘পরিবার নিয়ে ঈদ করতে যাচ্ছি, ছোট বাচ্চা নিয়ে এত দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হয় খুব কষ্টের।’
ঢাকামুখী কভার্ড ভ্যান চালক মো. কাসেম বলেন, ‘সকাল থেকে পণ্য নিয়ে রাস্তায় আছি, গন্তব্যে এখনো পৌঁছাতে পারিনি। রাস্তা যেন সম্পূর্ণ থমকে গেছে। পুলিশ আসে মাঝে মাঝে, কিন্তু যান চলাচল স্বাভাবিক করতে পারছে না।’
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের কারণে যানবাহনের চাপ বেশি থাকায় কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তাই কিছুটা ধীরগতি সহ্য করতে হচ্ছে।