বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার ঋণ দিয়ে ঋণ শোধের মতো বাজেট পেশ করেছে। বুধবার (৪ জুন) রাজধানীর উত্তরায় মুহাম্মাদ ফাউন্ডেশনের আয়োজনে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছরে সরকার মানুষের উন্নয়ন না করে ঋণের বোঝা বাড়িয়েছে। বাজেটে জনগণের আন্দোলনের মূল্যায়ন হয়নি। দেশের অর্থনীতির গতি মন্থর, বিদেশি বিনিয়োগ কমছে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে না।
তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই দফাগুলোতে দেশের ভবিষ্যৎ গঠনের রূপরেখা রয়েছে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করলেই দেশে গণতন্ত্র ও উন্নয়ন সম্ভব।