বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মেয়র মতিউর রহমানের মতবিনিময় সভা করেছে।
শুক্রবার (০৬ নবেম্বর) সন্ধ্যা ৭.৩০ এর সময় পৌরসভার ৪ নং ওয়ার্ডের পান বাজার এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মেয়র মতিউর রহমান বলেন,আপনার আমার সকলের চেষ্টায় আমতলী পৌরসভা একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করব। মাদক নির্মুল করার জন্য আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীকে সহযোগিতা করতে হবে। মাদক নির্মুল হলেই আমতলী পৌরসভার আইনশৃংখলা রক্ষা হবে।
এছারাও সভায় উপস্থিত থাকা সকল ব্যবসায়ী, পেশাজীবি সংগঠনের সদস্যরা, আপমার সাধারন মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতির মতবিনিময় নিয়ে প্রস্তাবিত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল)সৈয়দ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান,
অফিসার ইনচার্জ মো. শাহ-আলম হাওলাদার সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।
এএসবিডি/আরএইচএস