শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে চেয়ার দখল করব : ইশরাক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসিমেয়র হিসেবে সরকার শপথ না পড়ালে নিজেই শপথ নিয়ে মেয়র চেয়ারে‘ বসার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩ জুনবিকালে ডিএনসিসি প্রধান কার্যালয় নগর ভবনে চলমান কর্মসূচিতে নিজ সমর্থকদের তৈরি করা মঞ্চ থেকে এই ঘোষণা দেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘শপথ যদি না করায়তাহলে চেয়ারে গিয়ে বসতে আমার দুই মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ আমাকে বারবার আহ্বান জানিয়ে বলেছেনশহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পড়ে দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিচ্ছি না। তখন বলেছিযেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলনিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসীআমরা চাই না কোনো ধরনের বাজে উদাহরণ সৃষ্টি হোক।

বিএনপি এ নেতা আরও বলেন, ‘এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছেআপনারা যদি শপথ গ্রহণের ব্যবস্থা না করেনতাহলে ঢাকা দক্ষিণের ভোটারদের সঙ্গে করে নিজেই শপথ নিয়ে আমি আমার চেয়ার দখল করব।

নগর ভবন কীভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে‘ উল্লেখ করে তিনি বরেনবহিরাগত কোনো উপদেষ্টা বা প্রশাসককে দিয়ে নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথাএটাই আমাদের শেষ বার্তা।

ইশরাক হোসেন বলেন, ‘সামনে যেহেতু ঈদ। জনভোগান্তির কথা সামনে রেখে নগর ভবন অবরোধ বা ঘেরাওয়ের যে কর্মসূচিসেটিতে কিছুটা শিথিল ও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময়ে ছুটির পরে যখনই শপথের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসেআমরা তখন ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ঢাকাবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102