শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

যমুনায় বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ শুরু, বিএনপি-জামায়াতসহ ২৮ দল অংশগ্রহণে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দফার সংলাপে অংশ নিতে বিএনপি, জামায়াতে ইসলামি, গণসংহতি আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদসহ ২৮টি রাজনৈতিক দল আজ সোমবার (২ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিকেল ৩টা ৩০ মিনিট থেকে দলগুলোর নেতারা আসতে শুরু করেন। বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পৌনে ৪টার দিকে বৈঠকস্থলে প্রবেশ করে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনসিপির নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারাও বৈঠকে যোগ দেন।

আজকের বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন। আগামীকাল (মঙ্গলবার) থেকে দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আনুষ্ঠানিক সংলাপ শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের দাবি, প্রথম ধাপের আলোচনায় (২০ মার্চ–১৯ মে) ৩৩টি দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে আংশিক বা পূর্ণ ঐকমত্য অর্জন হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো মতৈক্য হয়নি, যা দ্বিতীয় ধাপে আলোচনার মূল বিষয় হবে।

এই সংলাপকে রাজনৈতিক সংকট নিরসনের সম্ভাব্য পথ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102