মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

লালমনিরহাটে অনলাইন জুয়া, জুয়ায় ব্যবহৃত নগদ, বিকাশ লেনদেনকারী চক্রকে গ্রেফতার

বিশাল মাহমুদ জিম, লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অনলাইন জুয়া, জুয়ায় ব্যবহৃত নগদ, বিকাশ লেনদেনকারী চক্রকে গ্রেফতার।
গত ৩১/০৫/২০২৫ খ্রিঃ বিকাল ১৯:৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আদিতমারী থানাধীন কমলাবাড়ী ইউপি এলাকার ০৩ নং ওয়ার্ডস্থ কদমতলা বাজার হইতে চন্দনপাট সরকার পাড়া গ্রাম গামী কাঁচা রাস্তার কদমতলা নামীয় ব্রীজের উপর একজন ব্যক্তি অবস্থান করিয়া মোবাইলে অনলাইন জুয়ার এ্যাপস এর মাধ্যমে জুয়া খেলার জন্য ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে খোলা নগদ/বিকাশ এ্যাকাউন্ট এর সিম কার্ড যুব সমাজের মাঝে অনলাইনে মোবাইলে জুয়া খোলার জন্য বিক্রয় ও নিজেও মোবাইলে জুয়া খেলছে। জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০১। মোঃ ইসমাইল হোসেন রিপন (২০), পিতা-মোঃ বজলুর রহমান, মাতা-মোছাঃ আরিফা জাহান, সাং-উত্তর গোপাল রায়, ডাকঘর-মেহেরনগর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ০২। মোঃ মাহবুবুর রহমান মাহাবুব (৪০), পিতা-মৃত আব্বাস আলী, মাতা-মজিয়া বেগম, সাং-চন্দনপাট, ওয়ার্ড নং-০৬, কমলাবাড়ী ইউপি, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ০৩। মোঃ রেজাউল করিম (৩২), পিতা-মোঃ বাবুল মিয়া, মাতা-মোছাঃ রেজিনা বেগম, সাং-তেতুলিয়া ওয়ার্ড নং-০২, ইউপি-চলবলা, ০৪। মোঃ সজিব মিয়া (২২), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-সাবিনা বেগম, সাং-গোড়ল নিথক পাড়া, উভয় থানা-কালীগঞ্জ, উভয় জেলা-লালমনিরহাটদ্বয়কে গ্রেফতার করেন। তাদের নিকট হতে জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃিত ০৬ টি মোবাইল ফোন ও ১২৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল গুলোতে অনলাইন জুয়া খেলার এপ্লিকেশন-7DGAME, QQEE.COM, NADAD777, KK23, L89, BK33, PPVIP ইন্সটল করা আছে এবং সিম কার্ড গুলোতে নগদ, বিকাশ এজেন্ট একাউন্ট খোলা আছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102