শনিবার (৩১ মে) দুপুরে মোংলা উপজেলা অডিটরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর ও উপজেলা শাখার আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) শুধু জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়নি, তাদের দলের সদস্যদেরও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাদের নৈতিক পরাজয় হয়েছে। আমরা এ দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছি। আমরা এ দেশে নাগরিক অধিকারের জন্য লড়ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এ সরকারকেই জাতীয় নির্বাচন দিতে হবে।
মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলেল সভাপতি মো. আবু হানিফ শেখ’র সভাপতিত্বে এসময় পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন রিপন, উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মো. শাহ আলম শেখ, পৌর সভাপতি মো. সোলিম হাওলাদার, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাব্বির হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, এতিম বাচ্চাদের মধ্যে খাবারের আয়োজন করা ও নগদ অর্থ দেওয়া হয়।