গাজীপুরের বাঘের বাজার এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লা এবং তার তিন সহযোগী অপু, নাহিদ ও জাহিদকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩০ মে) রাতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, এবং জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষে জড়িত ছিলেন।
অভিযানকালে তার বাসা থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে জয়দেবপুর থানায় চারটি মামলা রয়েছে এবং অতীতে সেনা টহলের সামনেও অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দিয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। স্থানীয়দের মাঝে অভিযানে স্বস্তি ফিরেছে।