কুষ্টিয়ার খোকসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায়।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যানই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় ট্রাকটি উদ্ধার করা হলেও বাসটি এখনো পানির মধ্যে পড়ে আছে এবং উদ্ধার কাজ চলমান।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।