মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন প্রতিবেশী দুই বন্ধু মুন খান (২২) ও সৌরভ হোসেন (২০)। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। ট্রাকচাপায় মৃত্যু হয়েছে তাদের।
বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক সড়কের জংলীপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের মধ্যে মুন খান বেড়া উপজেলার আমিনপুর থানার চক কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে এবং সৌরভ একই উপজেলার সন্নাসীবাধা গ্রামের আবুল কাশেমের ছেলে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় মোটরসাইকেলে করে কাজিরহাট এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন মুন ও সৌরভ। পথিমধ্যে জংলীপাড়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান মুন খান। গুরুতর আহত সৌরভকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।
ওসি গোলাম মোস্তফা আরও জানান, নিহতদের মরদেহ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।