শাহানাজ পারভীনঃ চট্টগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ, ০৩ /নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর দামপাড়া বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে জাতীয় চার নেতার স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তি যুদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী প্রয়াত জহুর আহাম্মদ চৌধুরীর ছেলে মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী, সংগঠনের মহাসচিব উত্তম কুমার বড়ুয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান,সাংবাদিক ফারুক আবদুল্লাহ,যুগ্ম মহাসচিব এড.স্বাগতম দত্ত,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এস.এম.বাবর,উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাদা বাবলু মিয়া,মোহাম্মদ মেহফুজ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ আরেফিন, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম,কোষাধ্যক্ষ শওকত মাসুম, দফতর সম্পাদক মোহাম্মদ মনজু মিয়া।
চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নওশাদ সেলিম, সহ সভাপতি নুর হোসেন দুলাল,সাধারন সম্পাদক খোরশেদ আলম বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক আমানুল হক বাহার,সাংগঠনিক সম্পাদক রনি সরকার, বায়েজিদ থানার মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।সভা শেষে মহান চার নেতা
মুক্তিযুদ্ধের সকল শহীদের বিগত দিনের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত করা হয়।