সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এবি অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৬ মে) সকালে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে এই বিক্ষোভের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, গত দুই মাসের ২৫ শতাংশ বেতন এখনো বকেয়া রয়েছে। এ ছাড়া কারখানার স্টাফদের পুরো দুই মাসের বেতনই দেওয়া হয়নি। এসব দাবিতে সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা। একপর্যায়ে যান চলাচলে বিঘ্ন ঘটে।
শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়েছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়।
তিনি আরও জানান, শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে এবং বিষয়টি সমাধানে চেষ্টা চলছে।
এদিকে, বারবার এমন বেতনবিভ্রাটে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। বকেয়া বেতন ও শ্রমিক অধিকার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।