শাহানাজ পারভীনঃ- বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে ০৩ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে বিকাল ৪.৩০ ঘটিকায় নগরীর টাইগারপাস সমাজকল্যাণ অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার স্বরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ আবদুল্লাহ , সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনায়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জাহেদা বেগম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক যীশু দে, সহ সম্পাদক সাংবাদিক শাহনাজ পারভীন,সহ সম্পাদক মোঃ নুরুল আলম, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শাহজালাল রানা, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন শামীম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিপ্লব দাশ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ডাঃ দিবাকর চন্দ্র দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাংলো দাশ গুপ্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস,মোঃ ফখরুল ইসলাম, জামাল আহমেদ, মোঃ মোবারক আলী, মোঃ নাছির উদ্দিন সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
সভা শেষে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় মহান চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ,বিগত দিনের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত করা হয়।