শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী, শতভাগ ভিসা ইস্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

বাংলাদেশ থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৯,১০১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এ পর্যন্ত ১৫৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪,৫১৮ জন হজযাত্রী রয়েছেন। মোট ৮৬,৯২৭টি ভিসা ইস্যু করা হয়েছে।

রোববার (২৫ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ১৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৯টি, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট রয়েছে।

চলতি বছর হজ করতে গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৮ পুরুষ ও ১ নারী। মৃতদের মধ্যে জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের অহিদুর রহমান (৭২), গাজীপুরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুরের আব্দুল হান্নান মোল্লা (৬৩) অন্তর্ভুক্ত আছেন। সৌদি হাসপাতালে বর্তমানে ৭৪ জন চিকিৎসাধীন, তাদের মধ্যে ২৬ জন ভর্তি রয়েছেন।

প্রথম ডেডিকেটেড ফ্লাইট ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ করার জন্য প্রস্তুত রয়েছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ এজেন্সির সংখ্যা ৭০টি, এবং হজ ফ্লাইটের কার্যক্রম ২৯ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102