হারুনুর রশিদ (হারুন) বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে এক গৃহবধূ(৩৫) কে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন দুদু(৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার বিলাশবাড়ী ইউপির শর্মাপুর গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আসামী দেলোয়ার হোসেন দুদু দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে ঐ গৃহবধুকে ধর্ষণ করছিল। গত শনিবার(৩১ অক্টোবর) দেলোয়ার হোসেন রাত আনুমানিক ১২টায় ঐ গৃহবধুর শয়ন কক্ষে এসে তাকে পাশের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় গৃহবধূ চিৎকার করলে দেলোয়ার হোসেন দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বুধবার(০৪ নভেম্বর) ঐ গৃহবধু বাদী হয়ে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে ওসির নির্দেশে এসআই আরিফুল ইসলাম আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী দেলোয়ার হোসেনকে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।