শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি : অর্থ উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি, এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। সামনে বাজেট, এজন্য হয়তো একটু সময় লাগবে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাজেটে মহার্ঘ্যভাতা নিয়ে কি থাকছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মহার্ঘ্যভাতা নিয়ে এখন কিছু বলবো না। আমরা কাজ করছি দেখছি। এটা নিয়ে আসরা এক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ করছেন, সেটা করে আমার কাছে দেবেন।

মহার্ঘ্যভাতা হচ্ছে কী? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হওয়ার চ্যান্স মোটামুটি, একটু সময় লাগবে। সামনে বাজেট। তবে আমি ওয়ার্ক আউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কতো দিতে পারবো।

এমাউন্ট কতো হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাবে না, এটা বললেতো সব বলা হয়ে যাবে।

১০ থেকে ১৫ শতাংশের একটা কথা শুনা যাচ্ছে বিষয়টা কি এরকম জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করবো, এরপর কেবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দিবে তারপর জানতে পারবেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হাতাশায় ভুগছেন এমন তথ্য জানালে তিনি বলেন, হাতাশায় ভুগার কারণ নেই, আমরা বিবেচনা করবো।

তাহলে বলতে পারি সরকারি কর্মকার্তাদের জন্য সুখবর আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছু বলার দরকার নেই, তবে আমরা বিবেচনা করবো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102