মুহাম্মদ রায়হান উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গত ২ নভেম্বর সকাল ১০ থেকে হাটহাজারী এনায়েতপুর গাজী সংঘের উদ্দ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন সত্যের জ্যোতি ব্লাড ব্যাংকের সহযোগীতায় পশ্চিম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আফরিন মুক্তা, বিশেষ অতিথি ছিলেন ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-উর-রশিদ, বীর-মুক্তিযুদ্ধা মোহাম্মদ হারুন, সত্যের জ্যোতি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ, ফটিকছড়ি শাখার সহ-পরিচালক মোহাম্মদ আরিফ, ফটিকছড়ি শাখার কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসাইন, খোরশেদুল আলম খোরশ, মোহাম্মদ মোস্তফা আমিন, সিনিয়র সদস্য নুরুল আজম, গাজী ইয়াসিন আরফাত, ইমামুল হক ইমাম সহ আর অনেকেই।