ইউরোপীয় ফুটবলে আলোড়ন তুলেছে ইউর্গেন ক্লপকে ঘিরে নতুন গুঞ্জন। কোচিং থেকে বিরতিতে থাকা সাবেক লিভারপুল কোচকে ইতালিয়ান ক্লাব এএস রোমা নতুন মৌসুমের জন্য দলে নিতে চাচ্ছে। ইতালির শীর্ষ দৈনিক লা স্তাম্পা জানায়, ক্লপ ইতোমধ্যেই রোমার প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়েছেন। রোমার বর্তমান কোচ ক্লদিও রানিয়েরি মৌসুম শেষে আবার অবসর নিতে চান, ফলে ক্লাবটি বড় কোনো কোচ খুঁজছে। রোমার এক ভিডিওতেও ‘KLOPP’–এর প্রতি ইঙ্গিত পাওয়া গেছে। বর্তমানে ক্লাবে আছেন দিবালা, পারেদেস ও সৌলের মতো তারকা খেলোয়াড়। ক্লপকে ঘিরে বড় প্রকল্পে এগোচ্ছে রোমা, ছয়জন নতুন খেলোয়াড় সাইন করার পরিকল্পনাও রয়েছে। লিভারপুলে ৯ বছর সফলভাবে কাটিয়ে ক্লপ বর্তমানে ‘রেডবুল’ গ্রুপে দায়িত্বে থাকলেও, তিনি সেখানে খুশি নন বলে শোনা যায়। ক্লপ রোমায় এলে তার বিখ্যাত গ্রেগেনপ্রেসিং ও হেভি মেটাল ফুটবল আবার ইউরোপ মাতাতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, রোমা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।