বিশেষ প্রতিবেদকঃশারীরিক প্রতিবন্ধী গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের অদম্য এক যুবক নাম আবু জাফর।
সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে এখন পটুয়াখালী জেলার বড় বিঘাই কৃষি ডিপ্লোমা কলেজে ৬ষ্ট সেমিস্টারে লেখাপড়া অধ্যায়নরত আছেন ।
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন তার দপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপকরণ প্রদান করলেও তার শিক্ষা চলমান রাখার জন্য প্রয়োজন বিভিন্ন মানুষের সহযোগিতা। এ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান।।
সেচ্ছাসেবী সংগঠন উজ্জীবিত আমতলী সাময়িক আর্থিক সাহায্য যোগান দিলেও তাদের যতটুকু সাধ্য তারা তাদের সাধ্য মতো করবেন।
সেচ্ছাসেবী সংগঠন (উজ্জীবিত আমতলী) সভাপতি মোঃ মুবদী সরোয়ার সওম জানান, আমি ব্যাক্তিগত ভাবে আর্থিক সাহায্য কম বেশি করে থাকি।আমাদের উজ্জীবিত আমতলী সংগঠন অসহায় দুস্থদের পাশে গিয়ে যে ভাবে সম্ভব হয় কম বেশি অনুদান দেই।
আমরা চেষ্টা করবো সর্বত সবার পাশে থেকে তাদের সুখ দুঃখ ভাগ করে নিতে।সকলের প্রতি আহ্বান আমরা এই অদম্য যুবকের পাশে দাড়াই।
আবু জাফরের ব্যক্তিগত নগদ নম্বর
০১৭১০৯৭৭৮৪৪