জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’ মন্তব্যের প্রতিবাদে কুমিল্লা বিভাগীয় বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেস ক্লাবে এ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, হাসনাতের বক্তব্য রাজনৈতিক অপরিপক্বতা ও শিশুসুলভ। তিনি দাবি করেন, এমন বক্তব্য দেওয়ার পর তার মানসিক চিকিৎসা প্রয়োজন।
তিনি বলেন, কুমিল্লা বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি, যেখানে খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ারের মতো নেতা রাজনীতি করেছেন। বক্তব্য প্রত্যাহার না করলে নেতাকর্মীদের শান্ত রাখা কঠিন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এনসিপি মূলত ‘রাজার পার্টি’ এবং সরকার গণআন্দোলন দমন করতে তাদের ব্যবহার করছে। উপস্থিত ছিলেন মোস্তাক মিয়া, জাকারিয়া তাহের সুমনসহ বিএনপির শীর্ষ নেতারা।