প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার মানবাধিকার সংস্থার উপদেষ্টা জনাব সরদার ওজিয়ার রহমান।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি জনাব গোলাম মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন রামপাল উপজেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ শেরওয়ান শেখ।
আরোও উপস্থিত ছিলেন – সহ-সভাপতি – মোঃ আব্দুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজালাল গাজী, মেহেদী হাসান মিন্টু, আফজাল হোসেন,বাকি বিল্লাহ, আব্দুল ওহাব শেখ সহ প্রমুখ।
এ সময় রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের মানবাধিকার সংস্থার বিভিন্ন স্তরের সদস্য বক্তব্য রাখেন এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।
বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনে সকলের ঐক্য প্রয়োজন। সকল অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার সংস্থার সদস্যরা প্রশাসন কে সাহায্য করবে। যেখানে অন্যায় অবিচার হবে সেখানে মানবাধিকার সংস্থা সদস্যরা রুখে দাঁড়াতে হবে।নিজে এবং অন্যকে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।