সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দায় মানববন্ধন ও রাস্তা অবরোধ

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এইচ এস সি পরিক্ষার জন্য কেন্দ্র নির্ধারণ করেন ময়মনসিংহ শিক্ষাবোর্ড।  বিপরীতে  তারাকান্দা সরকারী কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও রাস্তা অবরোধ বিক্ষোভ মিছিল করেন।

আজ রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল আকারে বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ গিয়ে ময়মনসিংহ টু শেরপুর সড়কে মানববন্ধন নিয়ে রাস্তায় বসে পড়ে অবরোধ করেন
শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের দাবিতে স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।

এ-খবর পেয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ  টিপু সুলতান ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভ কারি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি গুলো ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করে সমাধান করবেন বলে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলেজের সাবেক জিবি সদস্য আসাদুল হক মন্ডল।

এ ব্যাপারে ছাত্রছাত্রীরা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এখানে উল্লেখ্য যে, বিগত দিনে উপকেন্দ্র হিসেবে তালদিঘী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় আসছিল।
এবার নতুন করে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে চরম খুব বিরাজ করছে। তবে কেউ কেউ মনে করছেন বিষটিতে অপশক্তির হাত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102