ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় মিত্রা রানী নাথ (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিত্রা রানী সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের তপন লাল নাথের মেয়ে। তিনি ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের ছাত্রী ছিলেন।
জানা গেছে, প্রাইভেট শেষে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হলে কসকা এলাকায় দুর্ঘটনায় পড়ে যান তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিত্রাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফেনী মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান।