কুমিল্লার বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় আওয়ামী লীগ নেতা সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) সকাল ১১টায় উপজেলার কোরপাই এলাকা থেকে তাকে আটক করা হয়। সাহেব আলী মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য। পাশাপাশি তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, সাহেব আলীর বিরুদ্ধে ২০২৩ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সময় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল, যা দমন করতে হামলা ও গুলি চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং ভুক্তভোগীরা বিচার দাবি করে আসছিলেন।
গ্রেপ্তারের পর সাহেব আলীকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানায়। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও গ্রেপ্তার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।