সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বেনাপোল মাদক সহ ভারতীয় এক ট্রাকচালককে গ্রেফতার করেছে  (বিজিবি) সদস্যরা

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
বেনাপোল মাদক সহ ভারতীয় এক ট্রাকচালককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।গতকাল শনিবার (১৭ই মে) রাত ৯টা৩০মিঃ দিকে বেনাপোল গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইন ও যশোর হ-২০-৫২৭৪ নম্বরের হিরো পালসার একটি মোটরসাইকেল সহ ১ ভারতীয় ট্রাক চালক কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ট্রাকচালক শ্রী জয়ন্ত দত্ত (৩৪) ভারতের বনগাঁ উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তীপুর গ্রামের মৃতঃ সঞ্জয় দত্তের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক মাদক ব্যবসায়ী বেনাপোল বাজারের গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাদকের চালান নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দলের নেতৃত্বে থাকা হাবিলদার হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে শ্রী জয়ন্ত দত্তকে গ্রেফতার করে এবং তার সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ৫০০গ্রামঃ ভারতীয় মাদকদব্র হেরোইন পাওয়া যায়।

জানা যায়, জয়ন্ত দত্ত দীর্ঘদিন মাদকদব্র হেরোইনের ব্যবসা করে আসছে। সে যখনই আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকে বাংলাদেশে আসে তখনই কোনও না কোন মাদক নিয়ে বাংলাদেশে আসে। এবং বেনাপোলের একজন মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। তার কাছে যে মোটরসাইকেলটি পাওয়া গেছে সেটি বাংলাদেশি একজন মাদক ব্যবসায়ীর। যাকে শনাক্ত করতে ও আটক করতে বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে। সে এবার ভারতের WB- 23 C -2142 নম্বরের একটি ট্রাকে করে আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে আসে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, রাতে অভিযান চালিয়ে  ৫০০গ্রামঃ হেরোইন সহ একজন ভারতীয় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102