রাজধানীর উত্তরা থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে র্যাব-১ তাকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে। গুলশান বিভাগে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে সেখানে পাঠানো হয়েছে।
জেবুন্নেছা আফরোজ ২০১৪ সালে স্বামী শওকত হোসেন হিরণের মৃত্যুর পর বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বরিশালে সংঘটিত বেশ কিছু মামলায় তাকে আসামি করা হয়।
গ্রেপ্তারের সময় তিনি উত্তরা এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ও মামলার বিষয়ে বিস্তারিত জানাতে তদন্ত চলমান রয়েছে।