সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সুন্দরবনে বিলুপ্তপ্রায় কচ্ছপের ৬৫টি বাচ্চা জন্ম, পরিবেশ সংরক্ষণে বড় অর্জন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকা প্রজাতির ৬৫টি কচ্ছপের বাচ্চা সফলভাবে জন্ম নিয়েছে। এই ঘটনাটি পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে ধরা হচ্ছে।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা জানান, গত কয়েক মাস ধরে প্রজনন কেন্দ্রে বিশেষ যত্ন ও পরিচর্যার মাধ্যমে কচ্ছপগুলোর ডিম থেকে ৬৫টি প্রাণবন্ত বাচ্চা ফুটে উঠেছে। প্রজাতিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে বিলুপ্তির পথে ছিল, তবে এই সফল প্রজনন কার্যক্রমে তাদের অস্তিত্ব রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

করমজল প্রজনন কেন্দ্র ২০১৪ সালে বাটাগুর বাসকার প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু করে। তখন থেকে শতাধিক কচ্ছপের জন্ম দিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে প্রজনন কেন্দ্রে শতাধিক কচ্ছপকে সুরক্ষিত পরিবেশে রাখা হয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কচ্ছপের এই বাচ্চাগুলো সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হলে, এটি অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এছাড়া, এটি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারকেও দৃঢ় করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102