বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের মহফেজখানায় ঘুষ কম দেওয়ায় আলমগীর হোসেন নামে এক সেবা প্রত্যাশীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত আলমগীর জানান, জমির পর্চা তুলতে গেলে কর্মচারী আলাউদ্দিন মিয়া ২ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি ২০০ টাকা দিলে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা আহত আলমগীরকে উদ্ধার করে পাশের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন।
রেকর্ড কিপার জাহাঙ্গীর হোসেন জানান, অভিযুক্ত আলাউদ্দিন তিন মাস আগে অবসরে গেলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে এখনও কাজ করছেন। তবে অবসরের পরও তার কাজ চালিয়ে যাওয়া নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।
সহকারী কমিশনার তাসফিয়া কবির ঐশী বলেন, বিষয়টি তার জানা নেই, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।