ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
সোমবার (১২ মে) দুপুর পৌনে ১২টার দিকে কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন, যার ফলে উভয় পাশে ব্যাপক যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।
শ্রমিকদের শান্ত করতে স্থানীয় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। তাদের আশ্বাসে দুপুর পৌনে ২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো. আল মামুন সিকদার।
ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ জানান, বকেয়া বেতন আদায়ে বিজিএমইএ গঠিত কমিটি ইতোমধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে এবং দুটি মামলা দায়ের করা হয়েছে মালিক পক্ষের বিরুদ্ধে। শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
তবে অভিযোগ উঠেছে, শ্রমিকদের একটি অংশ আন্দোলনকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম।