শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাট রামপালে বিএনপি’র অফিস ভাংচুর, থানায় অভিযোগ। বাগেরহাটের রাখালগাছিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত। গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে নাঃ ডেনমার্ক। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছেঃ মির্জা ফখরুল। শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে দিল্লি। টানা জয়ে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ। ৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি। বিডিআর বিদ্রোহের বিচারঃ অস্থায়ী আদালতে আগুন, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪। রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।

দিনাজপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান সরকার চায় খেলাধুলার মধ্য দিয়ে এ দেশের ছেলেমেয়েরা এগিয়ে যাক।

খেলাধুলার মধ্য দিয়ে দেশের মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই চান। তিনি বলেন, দেশ ও জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

খেলাধুলাই হচ্ছে যুব সমাজকে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার মূল উৎস। খেলাধুলার মধ্যে শিক্ষার্থীরা জড়িত থাকলে তারা খারাপ পথে পা বাড়াবে না। খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দের উৎস।
৩০ অক্টোবর শুক্রবার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর মাঠে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব এর আয়োজনে দুর্বার আইটি শলিউসন এর সহযোগিতায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার এ কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুলসুম বানু নার্গিস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. তসলিম উদ্দীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

উদ্বোধনী খেলায় দিনাজপুর মানু স্মৃতি ফুটবল একাডেমী ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বদরগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102