কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই ভাই হলেন—ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে দুই ভাই। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা নদীতে extensive তল্লাশি চালায়, তবে দীর্ঘসময় খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।
দুই দিন পর সোমবার সকালে নদীর ভাটিতে, ঘটনার স্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পালেরঘাট এলাকায় শিশুদের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তা উদ্ধার করেন।
নিহতদের বাড়ি একই ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
ওসি জিল্লুর রহমান আরও জানান, মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।