সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

যশোরের নাভারণ মোড়ে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

যশোরের নাভারণ সাতক্ষীরা মোড়ে রেলক্রসিংয়ে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝায় ১ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে।

এ সময়ে ট্রাকের চালক মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮) গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

গতকাল রবিবার (১১ই মে) বিকাল ৪টা দিকে এ ঘটনা ঘটে। নাভারণের সাতক্ষীরা মোড় মহাসড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে, সেখানে কোনও গেটম্যান ও সতর্কতা সংকেত ছিল না।

ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। স্থানীরা অভিযোগ করে বলেন, ঘটনার সময় ওই স্থানের গেটম্যান ঘটনাস্থলে উপস্থিত ছিলো না।

এ বিষয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান ট্রেন-ট্রাক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি সচলের চেষ্টা চলছে। তবে আজ সঠিক সময়ে বেনাপোল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হবে।

স্থানীয়রা জানান, বিকাল ৪টা ৩০মিঃ সময়ে মোংলা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেন নাভারণ রেল ক্রসিংয়ে এলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা লাগলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102