সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষামূলক-২০২৪ জাতীয় পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত  হয়েছেন জনাব ওবায়দুল্লাহ সাহেব।

রবিবার ( ১১ মে)  শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় স্যারকে সংবর্ধনা জানান তারাকান্দা উপজেলার মাঝিয়ালী ক্লাস্টারেরর শিক্ষক মহলের শিক্ষক-শিক্ষিকা মহোদয়গণ।  মাঝিহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নানান ফুলে, নানান রঙ্গে সাজিয়ে এই সংবর্ধনার আয়োজন করেন  মাঝিহালী ক্লাস্টারের শিক্ষক সমাজ।

সিনিয়র শিক্ষক মাহমুদুল হক সাহেবের সঞ্চালনায় অতিথিদের আসন গ্রহন, পবিত্র কুরআন হতে তেলাওয়াত করেন আব্দুল আল নোমান, গীতা হতে পাঠ করেন রীতা রানী ভদ্র, জাতীয় সংগীত পরিবেশন এবং ফুল দিয়ে বরণ করেন নেন D.P.E.O,  U.E.O,  A.U.E.O অফিসারগণ ‘কে শিক্ষক রীতা ভদ্র, চম্পা চৌধুরী, পূর্ণিমা রানী, আশরাফুল আলম, রাজিয়া সুলতানা, শাহিদা ফরাজী, এমদাদ হোসেন, এনায়েত সাহেব, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন। ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির প্রথম  পর্ব শেষ হয়।

দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান, মোতাহার হোসেন, ফজলুল হক, জেসমিন আক্তার।

এসময় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চাকুরী জীবনের নানা দিক তুলে ধরেন তিনি।
দীর্ঘ বক্তব্যের পর উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষিকাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
”কত স্মৃতি যে গেঁথে গেছে, কখনো হঠাৎ দুপুরের খাবারের মাঝে,কখনো নিঝুম বিকেল পেরিয়ে ঠাট্টায় ভরা কথার রাজ্যে।তোমার কাছে সবকিছুই ছিলো সহজ, আর উজ্জ্বলতার ঝর্ণাধার,সুন্দর হাসিতে মুছে যেত ক্লান্তি, জাগতো আবার প্রেরণা পথচলার।

যেখানেই হাত রাখো—সেখানেই নতুন উচ্ছ্বাস, সৃষ্টির রং,কত পরিকল্পনায় পথ দেখিয়ে বলতে: “একটু চেষ্টা কর, সব সম্ভব হবে নিশ্চয়ই।তোমার আবেগমাখা অনুপ্রেরণায় আমরা শিখেছি স্বপ্ন দেখতে,জীবনের বাঁকে বাঁকে তুমি ছিলে উজান ভাটির কাণ্ডারি, আঁকড়ে ধরা দৃঢ়তায়”।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন-আরা-বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শিবাসচন্দ্র পাল।

আরোও  উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের  মধ্যে মোকছেদুল ইসলাম,মোঃ কামরুজ্জামান,আব্দুর  জব্বার,  আব্দুস সুবহান, এমদাদ হোসেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102