সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বাগেরহাট পৌর পার্কে আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে জেলার সম্মিলিত ব্যবসায়ী সমিতি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ মইনুল ইসলাম মোস্তফা। এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম রুনু, বাগেরহাট সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য কাজী লিটন, আসলাম মোল্লা, খান নজরুল ইসলাম, জগলুল হায়দার জাকির, আশোক, আতিয়ার রহমান, শেখ মাহিনুর রহমান, মো. ফারুক হোসেন, মোঃ জাকির হোসেন, শামীম বেগ, ণিলয় ভদ্র, ফয়সাল আহমেদ ও মনিরুল ইসলাম প্রমুখ ।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা জানান , এই মেলার কারণে তাদের নিয়মিত ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে। মেলায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের আগমন ও সস্তা দামে পণ্য বিক্রির ফলে স্থায়ী দোকানগুলোর বিক্রয় হ্রাস পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

ব্যবসায়ী সমিতির নেতারা আরো জানান, “প্রতি বছর এই মেলার কারণে আমাদের ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন। কর্তৃপক্ষের উচিত স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে মেলা বন্ধ করা।”
স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী নেতারা মেলা বন্ধের দাবি জানিয়েছেন।

বগুড়ার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান “মনটু ইভেন্ট ম্যানেজমেন্ট” এই বাণিজ্য মেলার আয়োজন করেছে। বর্তমানে দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষা চলমান থাকায় এমন আয়োজন শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়া শহরের একমাত্র বিনোদনকেন্দ্র বাগেরহাট পৌর পার্ক যেখানে মেলা বসলে পরিবেশ ও শব্দ দূষণ বৃদ্ধি পাবে, তৈরি হবে জুয়ার আসর। যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাই অবিলম্বে এই বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা একটি স্বারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দিয়ে এই বানিজ্য মেলা বন্ধের আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102