ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ভয়াবহ এক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন।
হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুপুর পৌনে ১টার দিকে নিমতলা তালুকদার পাম্পের সামনে একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে থেমে ছিল। এমন সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও ৪ জন মারা যান। নিহতরা হলেন—আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাহ ফকির, মেয়ে আফসানা, অ্যাম্বুলেন্স চালক ও এক অজ্ঞাতপরিচয় নারী।
বাসটি আটক করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।