খুলনা মহানগরীর হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী স্বচল পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড পিস্তলের গুলিসহ মোঃ হাফিজুল শেখ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
হরিণটানা থানার এসআই (নিঃ) মোঃ মাহফুজ আলী সঙ্গীয় ফোর্সসহ গত ০৩/০৫/২০২৫ খ্রিঃ তারিখ বেলা আনুমানিক সাড়ে এগারোটায় থানা এলাকায় মোবাইল ডিউটি করার সময় কেডিএ ময়ূরী আবাসিক এলাকার বি-ব্লকস্থ পুলিশ সুপার শফিকুল ইসলামের বাড়ির পূর্ব পাশে চৌরাস্তার উপর হাফিজুলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।
এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের বাম পাশের কোমরে গোঁজা অবস্থায় একটি ১৮ ইঞ্চি লম্বা বিদেশী পিস্তল উদ্ধার করে। পিস্তলের উভয় পাশের গ্রিপে কাঠ লাগানো ছিল এবং কাঠের উপর পিতলের তারকা চিহ্ন দেখা যায়। অস্ত্রটির সেফটি ক্যাস ও ম্যাগাজিন রিলিজ ক্যাপ পিতলের তৈরি। পিস্তলের একপাশের স্লাইডে “MADE IN USA” এবং অন্যপাশে “18” লেখা ছিল। এছাড়াও তার কাছ থেকে একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুটি পিস্তলের গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় হরিণটানা থানায় অস্ত্র আইনের ১৮৭৮-এর ১৯(এ)(এফ) ধারায় মামলা নং-০১, তারিখ ০৩/০৫/২০২৫ খ্রিঃ রুজু করা হয়েছে।