সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, “নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা যুক্ত হয়েছে, যা আগের আইনে ছিল না।”
তিনি আরও জানান, এই আইন বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল অপরাধ দমন এবং ইন্টারনেটভিত্তিক অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।
এছাড়া বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়নের বিভিন্ন দিক, প্রবাসীদের ডিজিটাল নিরাপত্তা, এবং ই-সার্ভিসের নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলেও তিনি জানান।