সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে কিশোর নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।

নিহত সাইফুল নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত মেথিকান্দা এলাকার রাহাত (২২)-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে একটি সূত্র জানায়, ঢাকায় নেওয়ার পথে রাহাতেরও মৃত্যু হয়েছে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ-এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য ও গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এর জেরে একাধিকবার দফায় দফায় হামলা ও মামলা হয়েছে।

আজ সকালে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের হামলায় সাইফুল ঘটনাস্থলেই নিহত হন এবং রাহাতসহ আরও কয়েকজন আহত হন। সংঘর্ষে জড়ানো সবাই যুবলীগ নেতা রুবেলের অনুসারী বলে জানা গেছে।

আহতদের অনেকে গ্রেপ্তার এড়াতে গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102