ময়মনসিংহের ভালুকায় পরকীয়া সন্দেহে ছুরিকাঘাতে মো. রফিকুল ইসলাম রতন (৪০) নামে এক শ্রমিক খুন হয়েছেন। সোমবার (৫ মে) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় ঘাতক চুন্নু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রতন বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ পাশের বাড়ির ভাড়াটিয়া চুন্নু মিয়া দৌড়ে এসে তার পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রতনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মোসলেম উদ্দিন জানান, “আমি চায়ের দোকানেই ছিলাম। চুন্নু কোনো কথা না বলেই রতনকে ছুরি মারে। আমাকেও আক্রমণের চেষ্টা করলে আমি হাতে থাকা চা ছুড়ে আত্মরক্ষা করি।”
পুলিশ জানায়, হত্যার পর চুন্নু নিজ বাসায় আত্মগোপন করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান বলেন, “ঘটনার পেছনে পরকীয়া সন্দেহের কথা শোনা যাচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।