সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সেপ্টেম্বর অন যশোর রোড ঐতিহাসিক শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার

আনোয়ার হোসেন, বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

সেপ্টেম্বর অন যশোর রোড ঐতিহাসিক শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
SEPTEMBER ON JESSORE ROAD

যশোরের শার্শা উপজেলায় প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

গতকাল শুক্রবার (২রা মে) বিকালে শার্শা উপজেলা ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান সহ বিভিন্ন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন। বেনাপোল স্থলবন্দরটি কেপিআই স্থাপনার মধ্যে রয়েছে। এর সভাপতি বিভাগীয় কমিশনার।

এ সময় বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম, মো. রাসেল মিয়া, উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102