এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়ামিন আলী, যুবদল নেতা শাহজালাল গাজী, বিএনপি নেতা একরাম ফরাজী, শরিফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান সাবু, পারভেজ হোসেন, মিঠু আহমেদ, বাবুল মল্লিক, মোস্তাফিজ ইজাদারাদার, মঈন হোসেন, হাফিজুর রহমান, মাইকেল কলিংস, মোহাম্মদ মুসা, শফিকুল হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা এডভোকেট বোরহান উদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মের অনুসারীদের ধর্ম পালনে সমান অধিকার রয়েছে। দেশে অনেক দল রয়েছে যারা হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বিবেচনা করে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল দলের অনুসারীদের সমান অধিকার দিয়েছে। বক্তৃতা শেষে মন্দির পরিচালনা কমিটির সকলকে মহানামযজ্ঞ অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি।