বাঙ্গালীর শতবর্ষের লালিত ঐতিহ্যের সাথে আজ বাংলার ক্ষুদ্রনৃগোষ্ঠি চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈশু উৎসব। আর এসকল উৎসব একাকার হয়ে তৈরি হয়েছে সাম্প্রদায়িকতার এক অনন্য নজির।
দিবসটি উপলক্ষে খাগড়াছড়ির প্রতিটি উপজেলা আয়োজন করেছে একাধিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসন বের করেছে সম্প্রীতির র্যালী।
থেমে নেই রাজনৈতিক কর্মসূচীও দিবসটিকে যথাযথভাবে পালন করার জন্য উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন গুলো বের করেছে সম্প্রীতির বর্ণাঢ্য র্যালী
“বিজু” চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান আনন্দ উৎসব। বাংলা বছরের শেষ দুইদিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়।
এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান ৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের বর্ষ বরণ উৎসব। এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি।
দিনটি উপলক্ষে পাহাড় সেঁজেছে উৎসবের সাজে।