পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না জেসন রয়ের। সাইড স্ট্রেইনে ছিটকে গেছেন তিনি তিন ম্যাচের সিরিজ থেকে। আজ (বৃহ্স্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দুই দিন আগে শেষ হয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজ। তিন ম্যাচের এই লড়াইয়ের দলে ছিলেন না রয়। তিনি ম্যানচেস্টারে প্রস্তুতি নিচ্ছিলেন সীমিত ওভারের সিরিজের জন্য। সেই প্রস্তুতি পর্বেই চোটে পড়েছেন ইংলিশ ওপেনার। তার বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি ইসিবি। অবশ্য টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময়ই রিজার্ভ হিসেবে তিনজনকে রেখেছিল তারা।
ইসিবি জানিয়েছে, বুধবারের স্ক্যানে রয়ের সাইড স্ট্রেইনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা রয়কে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। তাই তার সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দিতে চায় যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের সীমিত ওভারের সিরিজে পুরোপুরি ফিটনেস ফিরে পান ইংলিশ ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের সীমিত ওভারের লড়াই শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে।
তার আগে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ দিয়ে করোনাভাইরাস বিরতির পর প্রথমবার ফিরবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। দুই দলের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। ২৮ আগস্ট প্রথম টি-টোয়েন্টির পর বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
ইয়োন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারেন, জো ডিনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, ডেভিড উইলি।
রিজার্ভ: প্যাট ব্রাউন, লিয়াম লিভিংস্টোন, রিস টপলি। সুত্র : বাংংলা ট্রিবিউন।
এএসবিডি/আরএইচএস