মোঃ রায়হান উদ্দিন চট্টগ্রামঃফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সাধারণ নির্বাচন ও নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনকে ঘিরে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
সরেজমিনে সকাল ১০টায় নানুপুর ইউপির কিপাইত নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারের দীর্ঘ সারি। এ কেন্দ্রের ভোটার জেবুন্নেছা বেগম বলেন, ‘সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। নিরাপত্তাও ভালো। তবে দুপুরের পর থেকে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।
অন্যদিকে সুয়াবিল ইউপির পশ্চিম শোভনছড়ি জে এম সি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর সাথে নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় আওয়ামীলীগ নেতা আলী আকবর জুনু ও যুবলীগ নেতা ইমাজ উদ্দিন জেমস সহ কয়েকজন আহত হয়।
খবর পেয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর সহ আইনশৃঙ্খলা বাহিনী ওই কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। প্রতি তিনটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে নানুপুরে বেসরকারিভাবে নৌকার প্রার্থী শফিউল আজম নির্বাচিত হয়। আর অন্যদিকে সুয়াবিলে এখনো গণনা চলছে। আনারস প্রতিকের হায়াত এখনো নৌকা প্রার্থী জয়নাল আবেদিন থেকে এগিয়ে আছেন।