বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে চলছে বণিক সমিতির ভোট গ্রহণ। লেখক হিসেবে স্বীকৃতি লাভ করলেন কয়রা উপজেলার কৃতি-সন্তান মাষ্টার শাহানূর আলম। স্প্যানিশ রদ্রিইর হাতেই ওঠল ব্যালন ডি’অর। একাদশে নেই লিটন, অঙ্কনের অভিষেক। না থেকেও বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। ২ নং বানিহালা  ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত। নির্বাচিত হলে বিদেশে যুদ্ধে লড়বে না যুক্তরাষ্ট্র, প্রতিশ্রুতি ট্রাম্পের।

ভোলা-চরফ্যাশনে ২৯সেপ্টেম্বরের সড়ক দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

আমিনুল ইসলাম, চরফ্যাশনঃভোলা-চরফ্যাশন সড়ক কাইমদ্দিন মোরে গত ২৯সেপ্টেম্বর তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাকের সংঘর্ষে আহত মোঃ মনির হোসেন (৩৮) নামের আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ এ নিয়ে মৃতের সংখ্যা তিন৷

জানা যায়, মৃত মনির হোসেন ওমরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড, পশ্চিম খোদেজা বাগ তাহের উদ্দিন বেপারি বাড়ির মৃত মান্নান হোসেনের ছেলে৷ হতদরিদ্র মনির হোসেন দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল ১৯অক্টোবর সকাল ৯টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷

মৃত মনির হোসেনের স্ত্রী রেহানা বেগম বলেন, ৪ছেলে মেয়ে নিয়ে আমি এখন কি করবো? পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি৷ প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের নিকট আকুল আবেদন আমার সন্তানদের নিয়ে দু’মুঠো খাবার ব্যবস্থা করে দিন৷ যা কিছু ছিল এতদিন আমার স্বামীর চিকিৎসায় সবকিছু শেষ হয়ে অনেক টাকা ধারদেনা করেছি৷ আপনারা সহযোগিতা না করলে আমার সন্তানদের বাঁচিয়ে রাখা অসাধ্য হয়ে পড়বে৷

পারিবারিক সূত্রে জানা যায়, ২০অক্টোবর (মোঙ্গলবার) সকাল ৯টার সময় মৃত মনির হোসেনের বাড়ির দরজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷

উল্লেখ্য গত ২৯সেপ্টেম্বর দুপুর ১২টায় ভোলা-চরফ্যাশন সড়ক কাইমউদ্দিন মোরে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাক মুখোমুখি সংঘর্ষে আহত ৫জনের মধ্যে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোরাক ড্রাইভার দিদারুল ইসলাম (৩২), ঢাকা নেয়ার পথে প্রাইমারি শিক্ষিকা কনিকা বেগম (৪০) এবং দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোঃ মনির হোসেন (৩৮) এর মৃত্যু হয়েছে৷

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102