পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের
জাথালিয়া উত্তরপাড়া থেকে সোমবার দুপুরে পুলিশ
নিখোঁজের ১৬ ঘন্টা পর বৃদ্ধে লাশ উদ্ধার করেছেন। নিহতের নাম আছর উদ্দিন (৭০)। তিনি গতকাল রোববার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংকুরী এলাকা থেকে নিখোঁজ হন।
নিহত আছর উদ্দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংকুরী এলাকার মৃত লালু মিয়ার ছেলে। এলাকাবাসী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাহাবুদ্দিন জানান, গত ৩/৪ দিন মাস যাবৎ আছর উদ্দিন মানুষিকভাবে অসুস্থ থাকলেও রোববার সন্ধ্যা বাড়ি থেকে বের হলেও বাড়ী ফিরে যায়নি।
নিহতের স্বজনরা বিভিন্ন এলাকায় পাইকিং
ও খেঅঁজা খুঁজি করেও পাননি। কিন্তু সোমবার দুপুরে জাথালিয়া এলাকায় এলাকাবাসী জঙ্গলের ভিতরে একটি কাঁঠাল গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ জামাল উদ্দিন জানান, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।